নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি আসনে ৩৩ জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. বদিউল আলম।
প্রতীক পাওয়াদের মধ্যে নরসিংদী সদর ১ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে রয়েছেন, আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম হিরু (নৌকা), স্বতন্ত্র কামরুজ্জামান কামরুল (ঈগল), জাতীয় পার্টির মো: ওমর ফারুক মিয়া (লাঙ্গল), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: ছবির মিয়া (ফুলের মালা), স্বতন্ত্র মো: জাকারিয়া (ট্রাক), তৃণমূল বিএনপির মো: জলিল সরকার (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রীম পার্টির শাজাহান মিয়া (একতারা), বাংলাদেশ কংগ্রেস এর মো: ইকবাল হোসেন ভূঞা (ডাব)।
নরসিংদী ২ (পলাশ) আসনে ৪ জন প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুল আশরাফ খান (নৌকা), স্বতন্ত্র আফরোজা সুলতানা (দোলনা), জাতীয় পার্টির এএনএম রফিকুল আলম সেলিম (লাঙ্গল) ও স্বতন্ত্র মোঃ মাসুম বিল্লাহ (ঈগল)।
নরসিংদী ৩ (শিবপুর) আসনে ৮ জন প্রার্থী হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ফজলে রাব্বি খান (নৌকা), স্বতন্ত্র মোঃ সিরাজুল ইসলাম মোল্লা (ঈগল), জাতীয় পার্টির এএসএম জাহাঙ্গীর পাঠান (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির মো: আলতাফ হোসেন (আম), বাংলাদেশ সুপ্রীম পার্টির মিরানা জাফরিন চৌধূরী (একতারা), ইসলামী ঐক্যজোটের মো: নুরুজ্জামান (মিনার), গণফোরামের মো: মাহফুজুর রহমান (উদীয়মান সূর্য) ও তৃণমূল বিএনপির সুশান্ত চন্দ্র বর্মণ (সোনালী আঁশ)।
নরসিংদী ৪ (বেলাব-মনোহরদী) আসনে ৪ জন প্রার্থী হলেন-বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নৌকা), স্বতন্ত্র সাইফুল ইসলাম খান বীরু (ঈগল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এমদাদুল হক ভুলন (ছড়ি) ও জাতীয় পার্টির মো: কামাল উদ্দিন (লাঙ্গল)।
ও নরসিংদী ৫ (রায়পুরা) আসনে ৯ জন প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ (নৌকা), স্বতন্ত্র মিজানুর রহমান (ঈগল), জাতীয় পার্টির মো: শহিদুল ইসলাম (লাঙ্গল) স্বতন্ত্র মো: সোলায়মান খন্দকার (কাচি), ইসলামী ঐক্যজোটের মুফতী আব্দুল কাদের মোল্লা (মিনার), বাংলাদেশ কংগ্রেস এর মমতাজ মহল (ডাব), গণফ্রন্টের মো: নাজমুল হক শিকদার (মাছ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর মো: বিটু মিয়া (টেলিভিশন), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর মো: মাহফুজুর রহমান (মশাল)।
প্রতীক বরাদ্দ দেয়ার পর নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থীদের নির্দেশনা প্রদান করেন জেলা রিটার্নিং অফিসার। প্রতীক বরাদ্দ পাওয়ার পর উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারনা শুরু করার কথা জানান দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। প্রতীক বরাদ্দ পাওয়ার উৎসবের আমেজ বিরাজ করছে দলীয় নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে।