নরসিংদী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম ক্রয় করেছেন ডাঃ মোঃ মাসুম মৃধা।বুধবার (২২ নভেম্বর) সকালে শিবপুর উপজেলা নির্বাচন কমিশন থেকে তিনি মনোয়ন ফরম সংগ্রহ করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা শাহ্ মো: সজীব,উপজেলা নির্বাচন কর্মকতা ফারিজা নূর।উল্লেখ্য, মাসুম মৃধা একজন স্বনামধন্য চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষক। তিনি ১৯৮৩ইং সালে নরসিংদী জেলার শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়নের সৈয়দ নগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।তার পিতা মরহুম আলী হোসেন মৃধা ছিলেন একজন স্বনামধন্য ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা।মা-আনোয়ারা বেগম একজন গৃহিণী। ডাঃ মোঃ মাসুম মৃধা চিকিৎসা বিষয়ের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এইচ.এম.এস (ব্যাচেলর অব হোমিওপ্যাথি মেডিসিন এন্ড সার্জারি) নামক উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ভারত থেকে নিয়েছেন ক্যান্সারের উপর উচ্চতর প্রশিক্ষণ। শিক্ষা ক্ষেত্রে ও হোমিও চিকিৎসায় বিশেষ অবদানের জন্য পেয়েছেন একাধিকবার গোল্ড অ্যাওয়ার্ড। বর্তমানে তিনি চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রভাষক পদে কর্মরত রয়েছেন।তাছাড়া তিনি নরসিংদী জেলার প্রাণ কেন্দ্র ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ডে তার নিজস্ব চেম্বারে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত দরিদ্র ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের দিয়ে থাকেন বিনামূল্যে চিকিৎসা সেবা। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনের সর্বস্তরের জনগণের সমর্থন ও দোয়া চেয়েছেন।