বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

নরসিংদীর ঘোড়াশালে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নারীসহ দুইজনের মৃত্যু আহত-৪

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ নরসিংদীর পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের পলাশের টান ঘোড়াশালে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজির অপর আরো ৪ যাত্রী গুরুত্বর আহত হয়।

নিহতরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সুরেন্দ্র নাথের ছেলে সিএনজির যাত্রী পংকজ (৪০) এবং অজ্ঞাত
নারী (৩৫)। আজ বৃহস্পতিবার বিকেলে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পাঁচদোনা থেকে যাত্রী বোঝাই করা সিএনজিটি ঘোড়াশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে টান ঘোড়াশাল এলাকায় একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পংকজ নিহত হয়। এসময় এক নারীসহ আরো তিন জনকে গুরুত্বর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানো অজ্ঞাত এক নারী নিহত হয়। অপরদিকে সিএনজি যাত্রী পংকজের স্ত্রী সুইটি নাগ (২৩) ও তার সন্তান স্পন্দন (৩) কে আহত অবস্থায় উদ্ধার করে ঘোড়াশালের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক পুরুষের লাশ উদ্ধার করে পলাশ থানায় প্রেরণ করেছি। আহতদের মধ্যে আরেক নারী নিহতের খবর পেয়েছি। বাকী আহতদের সদর হাসপাতাল ও ঘোড়াশালের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও সিএনজি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © 2023 Narsingdinews24.com
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ