বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

শিবপুরে অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খানকে সংবর্ধনা

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৭৫ বার পড়া হয়েছে

ডালিম খান /নরসিংদীর শিবপুরে শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম শাহনওয়াজ দিলরুবা খানকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১৭ জুন) বিকেলে শিবপুর প্রেস ক্লাবের আয়োজনে শিবপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবপুরের কৃতি সন্তান বেগম শাহনওয়াজ দিলরুবা খান।অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত। শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ও নরসিংদী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা। বিশেষ আলোচক ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক এ বি এম আজরাফ টিপু, তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ বশিরুল ইসলাম বশির, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়ার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ, দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল, নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোঃ জয়নুল আবেদীন, শিবপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মোঃ আলমগীর, নরসিংদী আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত, কুমরাদী দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল।অনুষ্ঠানে শিবপুর প্রেস ক্লাবের স্মরণিকা “সম্প্রীতি” এর মোড়ক উন্মোচন করেন অতিথিগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগনের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন জাতীয় শিল্পী ইফাত রাখিল রাতিন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © 2023 Narsingdinews24.com
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ