বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

শিবপুরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যুদ্ধকালীন বীরত্বগাঁথা অনুষ্ঠান

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

ডালিম খান

নরসিংদীর শিবপুরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের “যুদ্ধকালীন বীরত্বগাঁথা” শুনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় উপজেলা অডিটরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ জহুরুল ইসলাম রুহেল।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের “যুদ্ধকালীন বীরত্বগাঁথা” নিয়ে আলোচনা করেন নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মোতালিব খান, বীরমুক্তিযোদ্ধা মোঃ বেলায়েত হোসেন, আব্দুল হাই মাস্টার ও মফিজ উদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) ড. মো: নুরুল আমিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভ‚ইয়া রাখিল, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তাপসী রাবেয়া, সংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © 2023 Narsingdinews24.com
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ