ডালিম খান /আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষ যেন নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে জন্য ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন করেছেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
আজ বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলা গোল চত্বর এলাকা পরিদর্শন করেন তিনি।
এ সময় নরসিংদী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলাম, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত, সহকারী কমিশনার ভূমি শরিফ মোহাম্মদ হেলাল উদ্দিন, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ তালুকদার, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।