বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১২:১৪ অপরাহ্ন

পলাশে চলন্ত টয়োটা গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে

 

নরসিংদীর পলাশ উপজেলায় চলন্ত টয়োটা প্রভক্স গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার খানেপুর কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠের সামনের সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাড়ির চালক আশিকুল ইসলাম জানান, রাজধানীর ঢাকার ফারুক নামে একজনের টয়োটা প্রভক্স গাড়ি তিনি ভাড়া নিয়েছেন। রবিবার (৯ এপ্রিল) বিকেলে দুই যাত্রীকে ভাড়ায় নিয়ে ঢাকা থেকে পলাশ উপজেলার সারকারখানা এলাকায় আসেন। পরে রাত ৮টার দিকে সারকারখানা কাজ শেষে তাদের নিয়ে ঢাকায় ফিটছলেন তিনি। কিন্ত হঠাৎ গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। পরে তিনি এই আগুন নিভানোর চেষ্টা করেন। পরে আগুন নিভাতে ব্যার্থ হয়ে ৯৯৯ এ কল করেন। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। এতোক্ষণে গাড়ির সব কিছু পুড়ে যায়। খবর পেয়ে আজ রাত ১২টার দিকে গাড়ির মালিক ফারুক ঢাকা থেকে খানেপুর এলাকায় ঘটনাস্থলে পৌঁছায়।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী জানান, খানেপুর এলাকায় চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

# রিপোর্ট ‘ সাব্বির হোসেন

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © 2023 Narsingdinews24.com
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ