শিবপুর প্রতিনিধি: নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার বলেন, শিবপুরে একসময় আব্দুল মান্নান ভূঁইয়ার কবরে বেগম খালেদা জিয়াকে মাফ চাইতে বলেছিলেন। মাফ না চাইলে আর রাজনীতি করবেন না। আজকে আপনিই শিবপুরে বিএনপির বড় নেতা সাজেন। একসময় কলেজ গেইট আমাদের গাড়ি রাখতে দেন নাই। কামরাবতে আক্রমণ করা হয়েছিল। আজকে আপনারা দলকে ভালোবাসেন, আপনারাই সব কিছু।
সোমবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার সাধারচর ইউনিয়নের বন্যার বাজারে বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ তারিখের পর থেকে তারেক রহমান যে বক্তব্য দিচ্ছেন, আসুন আমরা তা ফলো করি। নয়তো আমাদের ভবিষ্যৎ ভালো নয়। তিনি বলেছেন কোনো দখল বাজি নয়, কোনো বাজার কমিটি দখল নয়। কোনো বাসস্ট্যান্ড, সিএনজি স্টেশন দখল নয়। বালু মহাল দখল নয়। এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি, কারও উপর যদি কোনো অত্যাচার না করি তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে।
তোফাজ্জল হোসেন মাস্টার বলেন, আমি জানি সাধারচর বিএনপির ঘাঁটি। এখানে কাউকে টাকা দিয়ে আনতে হয় না। আর যারা এসব বাচ্চা ছেলেদের মতো কথা বলে তারা কিন্তু সিনিয়র লোক, আমি অনুরোধ করবো এসব যেনো না বলে।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মোঃ তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ সারোয়ার ভূঁইয়া জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাছুম মোল্লা, সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ওমর ফারুক মৃধা টিটু, সাধারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আঃ হালিম মাস্টার, প্রমুখ।