একজন নুরুল ইসলাম খান কথা বলছি, পাকিস্তান আমলে লেখাপড়া পাঠ শেষ করে যোগ দেন ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড (ইউএফএফএল) বর্তমান যার পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড (পিইউএফএফএল) একীভূত করে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী (জিপিএফপিএলসি)। কর্মস্থল জীবনে বহু কর্মকর্তার সাম্য,মৈত্রী, ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তুলেন নুরুল ইসলাম খান। এসোসিয়েট মেম্বার ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন্জিনিয়ারিং, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ১৯৭৭ সালে ইরাকে ইলেকট্রনিকস উপর ডক্টর ডিগ্রি লাভ করার পর, ফেলোশিপীতে(দর্শন বিদ্যা) ডিগ্রি লাভ করেন।
বিশ্ব আলেম পরিষদ থেকে এ্যাওয়ার্ড পান,পাশাপাশি কাতারে কাজের মূল্যায়নে বিভিন্ন এ্যাওয়ার্ড পান। ১৯৮৬ সালে
কাতার থাকাবস্থায় কাতার ইলেকট্রিক ডিস্টিবিশন চীফ ইন্জিনিয়ার দ্বায়িত্ব পালন করেন। স্বজন হারানো দু:খ বুকে চাপা দিয়ে শিবপুর উপজেলা সর্ব মহলে সব হাসি খুশি থাকতেন।
সদা হাস্যজ্জল নুরুল ইসলাম খান সাহেব কে শিবপুর কে ডাকে, ভাই, কাকা,চাচা,নানা,দাদা সবার সাথে সহজে মিশে যেতেন, যেন কত আপন লোক। আপন করে নিতেন সবাই। মানবিক গুণাবলী বয়োজ্যেষ্ঠ নুরুল ইসলাম খান, হিউম্যান রাইটস সোসাইটি আজীবন সদস্য, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে উক্ত সংগঠন থেকে একুশে পদক, সহ বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় মেডেল, ক্রেষ্ট, সন্মাননা দেন। নরসিংদী জেলা শিবপুর উপজেলার খড়িয়া মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।তিনার পিতার নাম মানিক খান।
সমাজের অনেক কে সার্বিক সহযোগিতা করায় তারা আজ কর্মজীবি, নুরুল ইসলাম খান একজন ই
বিকল্প আরেকজন আসবে না। আজ আমি একটি সত্য কথা তুলে ধরছি, নুরুল ইসলাম খান সাহেবের কথা বাজি ধরে তিনার ঢাকা বাসভবন থেকে ৫০০ টাকা নিয়ে আসি। যেটা আমি কোথাও করি না, যারা আমাকে চিনেন অত্যন্ত তারা আমার ব্যাপারে তার পরিস্কার জানেন। জানি না সেটা আমার জন্য চ্যালেন্জ, সেটা করে দেখেয়েছি। তাতে আমি লজ্জিত ছিলাম কিন্তু নুরুল ইসলাম খান সেটা খারাপ না নিয়ে
আবার ও আমার সাথে সম্পর্ক সু- দৃঢ় হয়।
তিনি প্রায় সময় আমাকে বলতেন তোমার কিছু লাগবে আমি বলতাম ” আমাকে মহান মালিক দয়া করবেন ” সে দোয়া করবেন। দুনিয়ার অর্থ বিত্ত দুই দিনের সব কিছু পরে থাকবে সব কিছু রেখে খালি হাতে আমাদের মহান মালিকের কাছে চলে যেতে হবে। আপনি আমার জন্য হৃদয় দিয়ে দোয়া করবেন যাতে মহান শক্তিশালী আল্লাহর পূর্ণ ভরসা নিয়ে চলতে পারি………. আখিঁ ছলছল তাই আমার কথা না ই বললাম!
নুরুল ইসলাম খান সাহেব কে যারা বুঝতে পারে নাই, তারা অন্য চোখে দেখতো, যারা চিনেছে তারা সম্পর্ক
অটুট রেখেছে….
অনেকদিন হয়ে গেল শিবপুর উপজেলার কোথাও দেখতে না পেয়ে জানতে ঢাকায় বাসায় আছেন, ডাক্তারের পরামর্শে বেড রেষ্ট আছেন। নুরুল ইসলাম খান ঢাকা ফোন দিয়ে এখন খোঁজ খবর নিচ্ছেন।
মহান শক্তিশালী পরম করুণাময় আল্লাহপাকের নুরুল ইসলাম খানের সুস্থতার আমি দোয়া করি, সবাই দোয়া করবেন।