রাব্বি সরকার: কিশোরগঞ্জ সদর উপজেলার স্টেশন রোডে কেবি ফুড প্রোডাক্টস এ অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বুধবার (০৪ ডিসেম্বর) এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিএসটিআই এর নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার স্টেশন রোডে ‘কেবি ফুড প্রোডাক্টস’ নামীয় প্রতিষ্ঠানটি বিএসটিআই’র সিএম লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসার হিসাবে বিএসটিআই এরফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান দায়িত্ব পালন করেন।