নরসিংদীতে দুই নাবালক শিশুকে হত্যার দায়ে পাষণ্ড বাবা শফিকুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন আসামি শফিকুল ইসলামের উপস্থিতিতে এ আদেশ দেন আদালত।
২০১৯ সালের ২৪ মে তারিখে নরসিংদী সদর উপজেলার নতুন লঞ্চঘাট ২য় তলা বিশিষ্ট বিল্ডিং এর পাবলিক শৌচাগারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের মে মাসে মনোহরদী উপজেলা নিজ বাড়ি থেকে ডাক্তার দেখানোর কথা বলে দুই মেয়ে তাইন (১১), তাইবাকে (৪) সদর উপজেলার নতুন লঞ্চঘাটের দুইতলা ভবনের নিচতলার পূর্ব পার্শ্বের পাবলিক শৌচাগারের ভেতরে পশ্চিম দিক থেকে প্রথম শৌচাগারে গলাটিপে হত্যা করে পালিয়ে যায় পাষণ্ড বাবা। পরে এলাকাবাসী বাথরুমে শিশুদের মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ওই দুই শিশুর মা আফিয়া খাতুন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ শিশু হত্যার দায়ে আসামি বাবা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় এবং মামলাটি চার্জশিট দাখিল করলে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি মূলে আদালত এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. কানিজ ফাতেমা ও অ্যাড. মোহাম্মদ শাহাজাহান।