রাব্বি সরকার: বিএসটিআই নরসিংদী আঞ্চলিক অফিসের সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) নরসিংদী ও কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান জানান, নরসিংদীর শিবপুর উপজেলার পূর্ব সৈয়দনগরে ‘রিক লুব অয়েল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড’ নামীয় প্রতিষ্ঠানে ইঞ্জিন অয়েল (মবিল) পন্যের অনুকূলে বাধ্যতামূলক সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ না থাকায় তা গ্রহণের অনুরোধ করা হয়।
একই উপজেলার ইটাখোলা মুনসেফেরচর ‘দি চয়েজফুল বেকারি’ নামীয় প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত বিস্কুট ও কেক পন্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ না থাকায় তা গ্রহণের অনুরোধ করা হয়।
কিশোরগঞ্জের বাজিতপুর ‘কেক এন্ড বেক’ নামীয় প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত পাউরুটি, কেক ও বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ না থাকায় তা গ্রহণের অনুরোধ করা হয়।
কুলিয়ারচরে আলীআকবরী ‘নাহার ফার্মার্স ফিলিং স্টেশন’ নামীয় প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে একটি ডিসপেন্সিং ইউনিট সিলকরণ সাপেক্ষে অবমুক্ত করা হয়।
এই অভিযানে বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) এর নেতৃত্বে
পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল অংশগ্রহণ করেন। জনস্বার্থে বিএসটিআই এর এরুপ কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।