রাব্বি সরকার: কিশোরগঞ্জের কুলিয়ারচরে মেসার্স নাহার ফার্মার্স ফিলিং স্টেশন ও আনোয়ার ট্রেড এন্ড ডিস্ট্রিবিউশন নামীয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) কুলিয়ারচর উপজেলা প্রশাসন ও বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান জানান, কুলিয়ারচরে ‘মেসার্স নাহার ফার্মার্স ফিলিং স্টেশন’ প্রতিষ্ঠানটির ৩ টি ডিজেল ডিসপেন্সিং ইউনিট যাচাই করে প্রতি ৫ লিটারে ১৩০ মি.লি, ৫০ মি.লি ও ৪০ মি.লি কম পাওয়া যায়। আর প্রতি ৫ লিটারে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিট এ ১২৫ মি.লি ও পেট্রোল ডিস্পেন্সিং ইউনিট এ ১৩৫ মি.লি কম পাওয়া যায়। পরিমাপে কারচুপি করায় এই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা টাকা অর্থদন্ড প্রদান ও একটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করা হয়।
এদিকে কুলিয়ারচরের কাটাতলা দাড়িয়াকান্দিতে ‘আনোয়ার ট্রেড এন্ড ডিস্ট্রিবিউশন’ নামীয় প্রতিষ্ঠানে চানাচুর, মুড়ি, আচার ও চিপস পণ্যের অনুকূলে পণ্য মোড়কজাত সনদ গ্রহন করে মোড়কজাত ও বাজারজাত করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাবেহা ফাতেমাতুজ জোহরা ও সহকারী কমিশনার (ভূমি) মো: রাকীন মাশরুর খানের নেতৃত্বে মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই নরসিংদী আঞ্চলিক অফিসের পরিদর্শক (মেট) শেখ রাসেল উপস্থিত ছিলেন।