রাব্বি সরকার: কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রিদওয়ান আহমেদ রাফি এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বুধবার (১৩ নভেম্বর) ভৈরবের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভৈরব উপজেলার ভৈরবপুর নাটালের মোড়ে ‘নন্দন ফুড প্রোডাক্টস’ প্রতিষ্ঠানটি বিএসটিআই’র সিএম লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লংঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই এর নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
নিম্নমানের পণ্যের বাজারজাত প্রতিরোধকল্পে প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই’র এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানা গেছে।