রাব্বি সরকার: নরসিংদীর শিবপুরের ইটাখোলা কুমারদীতে ময়না বেকারী নামীয় প্রতিষ্ঠানে পণ্যের গায়ে অবৈধভাবে বিএসটিআই এর লগো ব্যবহার করায় জরিমানা করা হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করা হয়।
বিএসটিআই হতে সিএম লাইসেন্স গ্রহণ না করে বিএসটিআই লোগো ব্যবহার করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লংঘনের দায়ে ময়না বেকারীকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।
শিবপুর উপজেলায় সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় এ এফ এম হাসিবুল হাসান ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
নিম্নমানের পণ্য বাজারজাত প্রতিরোধকল্পে প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই’র এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানা গেছে।