রাব্বি সরকার: বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নরসিংদী আঞ্চলিক কার্যালয় কর্তৃক সার্ভিলেন্স অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (০৪ নভেম্বর) সদর উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে স্টেশন রোডে জগদ্বন্ধু মিস্টান্ন ভান্ডার, নিখিল মিস্টান্ন ভান্ডার, বি-বাড়িয়া সুইটমিট ও মেসার্স রমেশ পোদ্দার মিষ্টান্ন ভান্ডার পরিদর্শন করা হয়। এই ৪টি প্রতিষ্ঠানের উৎপাদিত ও বাজারজাতকৃত ফারমেন্টেড মিল্ক(দই) ও সুইটমিট (মিষ্টি) পণ্যদুটির সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়। এছাড়া প্রতিষ্ঠানসমূহকে তাদের ব্যবহৃত ওজনযন্ত্র বিএসটিআই হতে ভেরিফিকেশন ও স্ট্যাম্পিংপূর্বক ক্রমাঙ্কন করে নেওয়ার অনুরোধ করা হয়।
এছাড়া খালপাড়, নরসিংদী সরকারি কলেজ রোডের ‘কিউ কেক’ ও ‘আম্বার প্রতিষ্ঠান’ দুটি পরিদর্শনে বাজারজাতকৃত বিস্কুট ও কেক এর সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদসহ ব্যবহৃত ওজন যন্ত্রের ভেরিফিকেশ সনদ হালনাগাদ পাওয়া যায়। তাদের বিক্রিত চকলেট ও পেস্ট্রি পণ্যের সিএম ও মোড়কজাত লাইসেন্স না থাকায় লাইসেন্স গ্রহণের জন্য অনুরোধ করা হয়।
বৌয়াকুড় ‘রাশিদিয়া সোপ ফ্যাক্টরি’ নামীয় প্রতিষ্ঠানের সাবান পন্যের সিএম লাইসেন্স হালনাগাদ পাওয়া যায়, কিন্তু মোড়কজাত সনদ না থাকায় দ্রুত মোড়কজাত সনদ গ্রহণের অনুরোধ করা হয়।
আরশিনগর ‘আল-আমীন বেকারি’ নামীয় প্রতিষ্ঠানের বিস্কুট পন্যের সিএম লাইসেন্স হালনাগাদ পাওয়া যায়। কিন্তু পাউরুটি পন্যের সিএম লাইসেন্স না থাকায় ও মোড়কজাত সনদ না থাকায় তা দ্রুত গ্রহণের জন্য অনুরোধ করা হয়।
শিক্ষা চত্ত্বরে ‘মেসার্স সাহা ব্রাদার্স’ নামীয় প্রতিষ্ঠানে ব্যবহৃত ওজন পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের অনুরোধ করা হয়।
সার্ভিলেন্স অভিযান কার্যক্রমে আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) মন্তোষ কুমার দাস এর নেতৃত্বে পরিদর্শক (মেট্রোলজি) আরিফ হোসেন আসিফ ও শেখ রাসেল অংশগ্রহণ করেন।
জনস্বার্থে বিএসটিআই এর নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।