রাব্বি সরকার: নরসিংদীর শিবপুরে স্টুডেন্ট লাইফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) উপজেলার পুটিয়া জ্ঞানদীপ মডেল স্কুল মাঠে ৩৩ জন শিক্ষার্থীদের মাঝে এ ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর তৃতীয় টার্মিনালের সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার ফ্রান্স প্রবাসী এনামুল হকের সৌজন্যে স্টুডেন্ট লাইফ ওয়েলফেয়ার ফাইন্ডেশন কতৃক আয়োজিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দেওয়া হয়।
জ্ঞানদীপ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও পুটিয়া ক্লাষ্টার কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো: শাহীন সরকার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন স্টুডেন্ট লাইফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল আলম রাকিব ও ভাইস চেয়ারম্যান ইলিয়াছুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ও সিঙ্গাপুর প্রবাসী শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে কারারচর এলাকার কৃতি সন্তান লোকমান হোসেন।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।