সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সাংবাদিক সামিয়া সরকার পেলেন তথ্য মন্ত্রণালয়ের অনুদান বিএনপি নেতা সুলতান উদ্দিন মোল্লার মৃত্যুতে জাগপা’র কেন্দ্রীয় নেতা এনামুল হকের শোক বার্তা শিবপুরে সবচেয়ে বড় সমস্যা হলো কিশোর গ্যাং: ওসি আফজাল হোসেন মাধবদীতে বিএসটিআই এর সার্ভিল্যান্স অভিযান বেগম জিয়াকে মান্নান ভূঁইয়ার কবরে মাফ চাইতে বলেছিলেন, আজ আপনারাই বড় নেতা : তোফাজ্জল হোসেন গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজের আয়োজন ভোটের আগের রাতেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর নেতৃত্বে তারা একজন নুরুল ইসলাম খানের কথা বলছি………… সাংবাদিক আলম খান নরসিংদী জেলা শিবপুর উপজেলায় জাকের পার্টির আজিমুশ্বান জলসা অনুষ্ঠিত কিশোরগঞ্জে কেবি ফুড প্রোডাক্টস’কে মোবাইল কোর্টে জরিমানা

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় ডিমের ব্যবসা ও পূর্বশত্রুতার জেরে দিনদুপুরে মোমেন মিয়া (৩৫) নামের এক ডিম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা ভাগনে অনিক (২০)।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার ভিটি মরজাল শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী মোমেন মিয়া শিবপুর থানার জয়নগর ইউনিয়নের যোশর উত্তরপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে। আহত অনিক বেলাবো উপজেলার হোসেন নগর গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোমেন মিয়া তার বোনের বাড়ি পার্শ্ববর্তী বেলাব উপজেলার হোসেন নগর গ্রাম হতে ভাগনে অনিককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে শিবপুরের যোশর এলাকায় তার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভিটি মরজালের শিমুলতলী এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের দুই আরোহীকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ডিম ব্যবসায়ী মোমেন মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। আর গুরুতর আহত অনিককে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত মোমেন মিয়ার ছোট ভাই মামুন মিয়া বলেন, এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে যোশর উত্তরপাড়া এলাকার শবদর আলীর ছেলে সালাম (৩৪) ও হানিফার ছেলে শামীমদের (৩০) সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ তারা কুপিয়ে আমার ভাইকে হত্যা করেছে এবং আমার ভাগনেকে আহত করেছে। এর আগেও একাধিকবার সালাম ও শামীম আমার ভাইয়ের ওপর হামলার চেষ্টা করেছে। আজ একেবারে আমার ভাইকে মেরেই ফেলল। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকার জানান, তাদের মধ্যে দীর্ঘদিনের একটা বিরোধ ছিল। আমরা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসাও করেছি। এখন কী থেকে কী হয়েছে সেটা তদন্ত করলেই বেরিয়ে আসবে। এমন হত্যাকাণ্ডের যথাযথ বিচার আমরা চাই।

রায়পুরা থানা পুলিশের উপ-পরিদর্শক সালাম জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2023 Narsingdinews24.com
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ