শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার জামিনে মুক্ত হয়েছেন।আজ সকালে জামিনে মুক্ত হন তিনি।
৫ জানুয়ারি রোজ শুক্রবার সকাল ১১টার দিকে শিবপুর কলেজ গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ৭ই জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন বিরোধী লিফলেট বিতরণকালে শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদারকে গ্রেপ্তার করা হয়েছিল । পরে তাকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল ।আজ সকালে উনাকে বরণ করে নেন শিবপুর থানা ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মনজুর এলাহী এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
জনাব মনজুর এলাহী সাহেব বলেন নেতাকর্মীদের জেল জরিমানা করে গণতন্ত্রের পুনঃ উদ্ধারের চলমান আন্দোলন থেকে আমাদেরকে দাবিয়ে রাখতে পারবেনা এবং চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করে বলেন আমি আপনাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকবো ইনশাল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ সারোয়ার জুয়েল, শফিকুল ইসলাম মৃধা এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বীর মুক্তিযোদ্ধা আবু ছালেককে গত ১১ ফেব্রুয়ারি নাশকতা মামলায় গ্রেপ্তার করে কোমরে রশি বেঁধে আদালতে পাঠানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। পরে ১৬ ফেব্রুয়ারিতে জামিনে মুক্তি পান তিনি।