আজ সকাল ১০ টার দিকে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা এম পি হিসাবে শপথ নিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম মোল্লা ঈগল প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী ফজলে রাব্বি খান।
বিজয়ী সিরাজুল ইসলাম মোল্লা পেয়েছেন ৫৬ হাজার ৭৭৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খান পেয়েছেন। ৪৫ হাজার ১১৫ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ২৬৩,৭২৩ জন, কেন্দ্র সংখ্যা ৯৭টি। এর মধ্যে পুরুষ ভোটার ১৩৩,৭৫১। নারী ভোটার ১২৯,৯৭১। ফলাফল ঘোষণা করছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম।
এর আগে ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জহিরুল হক ভূঁইয়া মনের কাছে ৪১১৫৯ ভোটে পরাজিত হন। উনার প্রাপ্ত ভোট ছিল ৫২৮৭৬ টি।
দশম জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জহিরুল হক ভূঁইয়া মোহনকে পরাজিতা করে প্রথমবারের মতো এমপি হবার স্বাদ গ্রহণ করেন। ২২৭৪০ ভোট ব্যবধানে সরকার দলীয় প্রার্থীকে পরাজিত করে এমপি হন। উনার প্রাপ্য ছিল ৫৪৬৪৩টি।