নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে শিবপুর কলেজ গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্বাচন বিরোধী লিফলেট বিতরণকালে শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার সহযোগিরা পালিয়ে গেছে। পরে তাকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, প্রধান বিরোধী দল বিএনপি সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেনি। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ভোট বর্জনের গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
আবু ছালেকের ভাই রহমত উল্লাহ রিকাবদার বলেন, আমার ভাই একজন বীর মুক্তিযোদ্ধা। তার অপরাধ তিনি শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপিকে ভালোবাসেন। তিনি একজন ভালো মানুষ ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে এলাকায় যথেষ্ট সুনামও আছে। আমার ভাইকে বার বার রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। আমরা এর প্রতিকার চাই।
এদিকে নির্বাচন বর্জনের শান্তিপূর্ণ প্রচারণা চালানোর সময় আবু সালেহকে আটক করে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে বলে দাবি করেন দলীয় নেতা-কর্মীরা।
এর আগে বীর মুক্তিযোদ্ধা আবু ছালেককে গত ১১ ফেব্রুয়ারি নাশকতা মামলায় গ্রেপ্তার করে কোমরে রশি বেঁধে আদালতে পাঠানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। পরে ১৬ ফেব্রুয়ারিতে জামিনে মুক্তি পান তিনি।