নিজস্ব প্রতিনিধিঃ
নরসিংদীতে ৯ই ডিসেম্বর জেলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ নরসিংদী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ সভাপতি মনসুর আহমেদ।বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সামসুদ্দিন প্রচার সম্পাদক , জয়নাল আবদীন, সম্পাদক স্বপন, নরসিংদী সদর শাখার সাধারণ সম্পাদক মরম আলী, রায়পুরা শাখার সভাপতি হুমায়ুন প্রমুখ। উক্ত মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ মহিলা লীগ শাখার ব্যাপক সংখ্যক কর্মী সমর্থন নিয়ে উপস্থিত হন।বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ সভাপতি মনসুর আহমেদ বলেন বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম কেউ মুছে দিতে পারবে না যারা ভাস্কর্য ভাঙচুর করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক মুজিবের বাংলায় রাজাকার-আলবদরদের ঠাঁই নাই মুজিবের বাংলায় জঙ্গিবাদ জামাত শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে