ডালিম খান / মুজিব আদর্শ ভুকে ধারন করে নরসিংদী শিবপুর উপজেলা চক্রধা ইউনিয়নের জনগনের সেবা করতে চান সময়ের সাহসী তরুন নেতা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোশারফ হোসেন ভূইয়া । ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ও মুজিব আদর্শে উজ্জবিত যুব সমাজের কিংবদন্তী এ তরুন নেতা। বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে সাধারন মানুষের কাছে নিজেকে খ্যতিমান নেতা হিসেবে প্রতিষ্ঠা করে নিয়েছেন। তরুন সমাজের ঝোক তার দিকে- আস্থায় নিয়েছেন মুরব্বীরাও। রাজনীতির ময়দানে যেমন তুখোড় তিনি-তেমনি তুমুল জনসেবাতে। বিশেষ করে নতুন প্রজন্ম, কিশোর ও তরুনদের মাঝে নিজেকে কিংবদন্তী হিসেবে জায়গা করে নিয়েছেন মোশারফ হোসেন ভূইয়া। এ জন্য চক্রধা ইউনিয়নে ভবিষ্যৎ কান্ডারী মোশারফ হোসেন ভূইয়া ছাড়া আর কেউ নেই বলে মনে করেন অনেকে। যার কারণে এখন মোশারফ হোসেন ভূইয়া কে নিয়ে নানা স্বপ্নে বিভর জনগন। জাতীর জনকের আদর্শ ও বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্র জীবন থেকে কাজ করে আসছে তরুন এ নেতা। আপানমস্তকে খাটি এই মানুষটি বঙ্গবন্ধুর এক নির্ভেজাল সৈনিক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও শিক্ষা ভুকে লালন করে বড় হওয়া বিশিষ্ট এ তরুন নেতা, সারাক্ষন ব্যস্ত থাকার পরেও এলাকার প্রাকৃতিক দুর্যোগে, উৎসব পার্বনে,এলাকার খুজ খবর নিতে ভুলেন নি। এছাড়াও অসহায় দু:স্থ্যদের প্রতি বাড়িয়ে দেন সাদ্যনুযায়ি সাহয্যের হাত। এলাকার জনস্বর্থে অক্লান্ত পরিশ্রম, সততা ও উন্নয়ন মুলক কর্মকান্ডের সহযোগিতা করে মোশারফ হোসেন ভূইয়া মানুষের মন জয় করে নিয়েছেন তিনি বিপদে আপদে মানুষের পাশে দাড়াঁন-হাত বাড়ান।এই তরুন নেতা মাঠে ময়দানে জনতার সাথে মিশে যেতে পারেন তাদের আপনজন হয়ে। অন্তরে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করা মোশারফ হোসেন ভূইয়া আসন্ন চক্রধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের প্রিয় মুখ। মোশারফ হোসেন ভূইয়া নির্বাচিত হলে তার সততার কাছে সব অপকর্ম ও অনৈতিক কর্মকান্ড হার মানিয়ে অনেক দুরে চলে যাবে এমন প্রত্যাশা সহ অল্প দিনেই তিনি জনগনের মন জয় করতে সক্ষম হবেন বলে মনে করছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।