ডালিম খান /নরসিংদী: নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও মাঠে রয়েছেন টানা দুইবারের নির্বাচিত মেয়র শরীফুল হক শরীফ। তিনি ঘোড়াশাল পৌরসভা আওয়ামী লীগের টানা তিন মেয়াদে সভাপতির দায়িত্বও পালন করছেন। একজন দক্ষ সংগঠক ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে এলাকায় বেশ জনপ্রিয়। শরীফুল হক শরীফ ২০১১ সাল থেকে টানা দুই মেয়াদে ঘোড়াশাল পৌরসভার মেয়র ও টানা তিন মেয়াদে আওয়ামী লীগের সভাপতি হওয়ার সুবাদে পৌরবাসীর উন্নয়নে যেমন কাজ করেছেন তেমনি আওয়ামী সংগঠনকেও করেছেন শক্তিশালী। তিনি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপের সহযোগিতায় পৌর এলাকায় রাস্তাঘাট, লাইটিং, ড্রেন, কালভার্ডসহ শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ইত্যাদি নাগরিকদের কল্যাণে নানা উন্নয়ন কাজ করে প্রশংসিত হয়েছেন। শক্তিশালী করেছেন তৃণমূলের আওয়ামী লীগ। তাছাড়া তিনি পৌর এলাকা থেকে সন্ত্রাস ও মাদক নির্মূলে কঠোর ভূমিকা পালন করেছেন। নিশ্চিত করেছেন নাগরিকদের প্রাপ্য সেবা। একটি অবহেলিত পৌরসভাকে উন্নয়নের মাধ্যমে আলোকিত করায় আগামী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে শরীফুল হক শরীফকেই দেখতে চায় পৌরবাসী। তাছাড়া সম্প্রতি দলীয় তৃণমূলের ভোটেও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তাকে মনোনীত করা হয়। পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা জানান, ঘোড়াশাল পৌরসভার দুইবারের নির্বাচিত পৌর মেয়র মোঃ শরীফুল হককে পৌর আওয়ামীলীগের তৃণমূলের ভোটিং এর মাধ্যমে এবারও নৌকা মার্কার একক প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমরা উপজেলা ও জেলা কমিটির মাধ্যমে চুড়ান্ত ভাবে প্রার্থী হিসেবে ঘোষনার জন্য কেন্দ্রীয় কমিটিতে নাম পাঠিয়েছি।