ডালিম খান / পলাশ উপজেলায় নরসিংদী জেলার মান্যবর ‘জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট’ জনাব সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমানা ইয়াসমিন এর তত্ত্বাবধানে ২২ ডিসেম্বর পলাশ উপজেলার বিভিন্ন জনাকীর্ণ জনগুরুত্বপূর্ণ স্থানে করোনাভাইরাস নিয়ন্ত্রণে মাস্ক পরিধান না করার জন্য এবং নিরাপদ দূরত্ব বজায় না রাখার জন্য, সরকারি আদেশ অমান্যর দায়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আমিনুল ইসলাম। মোবাইল কোর্টের এই অভিযানের মাধ্যমে আইন লঙ্ঘনের জন্য ০৫ জন অপরাধীকে ২৪০০/-টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়। মোবাইল কোর্টের তফসিলভুক্ত বিভিন্ন আইনে এবং করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারি আদেশ, নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্যর দায়ে পলাশ উপজেলায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যন্ড আমিনুল ইসলাম