ডালিম খান /আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে পলাশের ঘোড়াশাল পৌরসভার সম্ভাব্য আওয়ামীলীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র মোঃ শরীফুল হকের সমর্থনে এক বিশাল নির্বাচনী গণসংযোগ করা হয়েছে। পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী মোঃ শরীফুল হকের নেতৃত্বে বুধবার বিকাল ৩ টায় নির্বাচনী এই গণসংযোগ ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশাল পৌরসভা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের তৃনমুলের ভোটের প্রার্থী ও বর্তমান মেয়র মোঃ শরীফুল হক ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে সকলের দোয়া ও সমর্থন চান। এ সময় আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি ও পৌর যুবলীগের সভাপতি মনির মোল্লা প্রমুখ। আগামী ৫ম ধাপে ঘোড়াশাল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।মিছিলটি জন সমুদ্রে পরিনত হয়েছে।