ডালিম খান /নরসিংদীর শিবপুরে সাধারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত জাকির হোসেন ভূইঁয়ার ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে ।
আজ ২৭ নভেম্বর শুক্রবার বিকেলে সাধারচরের বন্যার বাজার আওয়ামীলীগ অফিস কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল , কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহাবুবুল হাসান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীলীগের সদস্য ও অধ্যক্ষ মো: ওবায়েদুল হক গাজী স্বপন, জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক ভুইয়া জুনু, সাধারচর ইউপি চেয়ারম্যান মাছিহুল গণি সরকার স্বপন ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাধারচর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জাহিদুল হক দীপু, যুগ্ন সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান জজিরুল হক ভুইয়া জহির, দেলোয়ার হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোশারফ হোসেন ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক ফাজায়েল ভুুইয়া,তারেক মোল্লা, ইউনিয়ন যুবলীগের সদস্য আমির হোসেন, ইব্রাহিম মিয়া, মামুন মিয়া , সাদেকুর রহমান, ছাত্রলীগের আহবায়ক জাহিদ হাসান,জাবেদ হাসান, সাবেক আহবায়ক ফারুক মিয়া, ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক আলম সরকার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান ফুলু
এসময় বক্তারা প্রয়াত জাকির হোসেন ভুইয়ার বর্ণাঢ্য জীবনী নিয়ে স্নৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন এসময় ইউনিয়ন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । পরে প্রয়াত জাকির হোসেন ভুইয়ার স্বরণে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ মিনু ।