ডানিম খান: আসন্ন জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লতে চান মো: কামাল হোসেন। তিনি জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। তাছাড়া তিনি শিবপুরের সাবেক এমপি শাজাহান শাজুর ছোট ভাই ও জেলার একজন প্রথম শ্রেনীর ঠিকাদার। পারিবারিক ভাবেই এলাকায় মো: কামাল হোসেন এর সামাজিকতার বন্ধন রয়েছে। মানুষের আপদ বিপদে সবসময়ই পাশে থাকেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি জয়নগয় ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। সে লক্ষে তিনি জয়নগর ইউনিয়নে গণসংযোগ করে যাচ্ছেন। গণযোগকালে মানুষের সাথে কুশল বিনিময় করছেন এবং সমাজের নানা কাজে নিজকে নিয়োজিত করছেন। এলাকার অসহায় দু¯’ মানুষের কল্যাণে নিজের সাধ্যমত কাজ করছেন। এলাকার শিক্ষার উন্নয়নে রেখে চলেছেন অনন্য ভূমিকা। কামাল হোসেন বলেন, জয়নগর ইউনিয়নবাসী আমার পাশে রয়েছে। আমি ইউনিয়নের সকল গ্রাম গঞ্জ যেখানে যাচ্ছি, সেখানেই জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। আমার বড় ভাই পাহাড়ি এলাকার কালো মানিক নামে খ্যাত সাবেক সফল এমপি শাহজাহান সাজুর বদৌলতে দলমত নির্বিশেষে সবাই আমাকে গ্রহণ করছেন। এটাই আমার পরম পাওয়া। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে জয়নগর ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ইউনিয়নে পরিণত করব। আমি আশাবাদী আমারনেত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আমাকেই মনোনায়ন দিয়ে ইউনিয়নবাসীর খেদমত করার সুযোগ দিবেন।