নিজস্ব প্রতিনিধি /নরসিংদীতে ১৯ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি নরসিংদী জেলা আওয়ামী সভাপতি ও সদর আসনের এমপি লে.কর্ণেল (অবঃ) মোঃ নজরুল ইসলাম হিরু ( বীর প্রতীক) এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মতিন ভূঁইয়াদ্বয়কে নিজ নিজস্বীয় পদ থেকে অব্যাহতি দেন। একই তারিখে নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জি এম তালেব হোসেন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা মোঃ আলীকে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। জেলা আওয়ামী লীগের শীর্ষ পদে দুই নেতা দায়িত্ব পাওয়ার ১৫ দিন পর ৬ ডিসেম্বর রোববার নরসিংদী পৌরসভা হল রুমে ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জি এম তালেব হোসেনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়
উক্ত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা কমিটির নেতাদের সাথে সম্পৃক্ত হন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের (এমপি)।বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য লে কর্ণেল অবঃ ফারুক খাঁন এমপি, বিশেষ অতিথি ছিলেন :- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) মির্জা আজম এমপি শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, এডভোকেট এ.বি.এম রিয়াজুল কবীর কাউসার।এসময় আরো উপস্থিত ছিলেন
নরসিংদী সদর আসনের এমপি লে কর্ণেল অবঃ মোঃ নজরুল ইসলাম হিরু, ও সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগ, ডাঃ আনোয়ারুল আশরাফ দিলীপ এমপি, আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন এমপি, শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ কামরুজ্জামান, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান,জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মাহফুজুল হক টিপু শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, জেলা কমিটির প্রত্যেক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।