মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী অফিসার, শিবপুর, নরসিংদী যোগদানের পর থেকেই উপজেলায় উন্নয়নমূলক কাজের গতি বৃদ্ধি হয়েছে। এবার তিনি এক ব্যাতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ছাদে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অফিস ও কোয়াটারের ছাদে বাগান তৈরী করেছেন। এই সকল ছাদ বাগানে তিনি প্রায় ২০০ প্রজাতির ৫০০ চারা রোপন করেছেন। বর্তমান সময়ে ছাদ বাগানের প্রতি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা, জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর ভূমিকা রাখা এবং প্রায় বিলুপ্ত প্রজাতির বিভিন্ন গাছ সংরক্ষণের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন। ছাদ বাগান তৈরির ফলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং পার্শ্ববর্তী অফিস ও কোয়াটারের পরিবেশ খুব সুন্দর হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের এই উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন এবং অনেকেই এ উদ্যোগে অনুপ্রানিত হয়ে নিজ নিজ ছাদে বাগান করার জন্য ব্যবস্থা নিচ্ছেন। ভবিষ্যতে উপজেলার সকল প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের ছাদে ও বাগান করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। মোহাম্মদ কাবিরুল ইসলাম খান যোগদানের পর থেকেই তার বিভিন্ন ব্যাতিক্রমী সুন্দর কার্যক্রম গ্রহণ এবং মানুষকে দ্রুত সেবা প্রদান করে ইতিমধ্যে সকলের আস্থার জায়গা দখল করেছেন।