নিজস্ব প্রতিনিধি /নরসিংদীর ৪ ডিসেম্বর শুক্রবার বেলা ০৩ ঘটিকায় শিবপুর উপজেলা শাখা ছাত্রলীগের নেতৃত্বে,শিবপুর বাসস্ট্যান্ড গোলচওর থেকে মিছিল নিয়ে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি। এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ ফাজায়েল ভূইয়া, সহ-সভাপতি রাকিবুল ইসলাম ভূইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আফ্রিদী হায়দার পিয়াল,তারেক মোল্লা,শিহাব মৃধা সাংগঠনিক সম্পাদক মহসিন ভূইয়া,শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক জাহিদুল হাসান সোহান,দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক রুবেল মিয়া প্রমুখ। আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।