ডালিম খান বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ও “জাতীর পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই স্নোগানকে সামনে রেখে নরসিংদী পলাশ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন উদ্যোগে র্যালি ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃআনোয়ারুল আশরাফ খান দীলিপ নেতৃত্বে ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সমন্বয়ে পলাশ বাস্টেন চত্বর হতে এক প্রতিরোধ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পুনরায় পলাশ উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরএক সমাবেশে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন… পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন জাবেদ ও ঘোড়াশাল পৌরসভার আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃশরিফুক হক শরিফ ও ঘোড়াশাল পৌরসভার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি, পলাশ উপজেলা, তা ছাড়া ও ঘোড়াশাল পৌরসভা, চরসিন্দুর, গজারিয়া, জিনারদী, পাঁচদোনা,মেহেরপাড়া ও আমদিয়া ইউনিয়ন আওয়ামিলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।