ডালিম খান /
নরসিংদীর শিবপুরে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। (১৩ জানুয়ারি) বুধবার সকাল ১১টায় উপজেলার পুটিয়া ত্রিমোহনী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো-,ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার বড়তল্লা গ্রামের নান্নু মিয়ার ছেলে শাহীন মিয়া (২৮) ও শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ঘোড়ারগাঁও গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মিন্টু মিয়া (৪৫)।শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসআই আফজাল ও এএসআই জিয়াউর রহমান এবং সঙ্গীয় ফোর্স দেড়কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতারকৃত ব্যক্তি বিরুদ্ধে
মাদকদ্রব্য আইনে মামলা করার পর আদালতে পাঠানো হয়েছে।