শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলায় গড়বাড়ী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক বোরহান উদ্দিন জেমস্ এর বিরোদ্ধে অত্র সমিতির সঞ্চয়কৃত অর্থ ও বিভিন্ন প্রকল্পের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও ভূয়া বন্ধকী দলিল তৈরি করে সমিতির নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত সম্পত্তির উপর নির্মিত বিল্ডিং দখল ও ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে।
এই অভিযোগ করেন গড়বাড়ী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি ও প্রতারিত অন্যান্য সদস্যবৃন্দ। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য শিবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করে সদস্যরা।
অভিযোগের বিবরণে জানা যায়, গড়বাড়ী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি জাহার রোজি: নং ৬২, বিগত ২৭ আগষ্ট ২০০১ ইং সাল হইতে যাত্রা শুরু করিয়া এলাকার আপামর জনসাধারণের আস্থা অর্জন করিতে সক্ষম হয় এবং সমিতির নিজস্ব অর্থায়নে বেশ কয়েকটি প্রকল্প যেমন- মনোহরদী পরিবহণে ৩টি বাস, মিনি গার্মেন্টস্, কাপড়ের শো-রুমসহ বিভিন্ন আর্থিক প্রকল্প চালু করিয়া সমিতি প্রায় কয়েক কোটি টাকা উপার্জন করিয়াছিল। এই উপার্জিত টাকার লোভে আকৃষ্ট হইয়া সমিতির পরিচালক বোরহান উদ্দিন জেমস্ সমিতির বিধি বিধান তোয়াক্কা না করিয়া সম্পূর্ণরুপে একক সিদ্ধান্তে নিজস্ব ক্ষমতায়নে সমিতির সঞ্চয়কৃত অর্থ ও বিভিন্ন প্রকল্প হইতে উপার্জিত অর্থসহ প্রকল্পগুলো বিক্রি করিয়া সমূদয় অর্থ আত্মসাৎ করিয়াছে। তাছাড়া সমিতির কাউকে না জানিয়ে বোরহান উদ্দিনের পিতা মরহুম গিয়াস উদ্দিন মোল্লাকে গ্রহীতা করিয়া এবং নিজে দাতা হইয়া সমবায় সমিতি বন্ধকী দলিল নামদেয় কাগজী অসত্য দলিল তৈরি করিয়া সমিতির সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক সমিতির নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত সম্পত্তির উপর নির্মিত বিল্ডিং দখল ও অন্যত্র ভাড়া দেয়। কিন্তু তৈরিকৃত বন্ধকী দলিলে যাদেরকে স্বাক্ষী হিসেবে স্বাক্ষর দেখানো হয়েছে তারা এ দলিল বিষয়ে অবগত নয় বলে জানিয়েছেন। সমিতির অর্থ আত্মসাৎ ও প্রতারণা প্রকাশ হওয়ায় সমিতির পরিচালক বোরহান উদ্দিন জেমস্রে প্রতি ক্ষিপ্ত হয়ে তীব্র নিন্দা জানিয়েছে অত্র সমিতির প্রতারিত সদস্যরা। এবিষয়ে পরিচালক বোরহান উদ্দিন জেমস্রে কাছে জানতে চাইলে তিনি বলেন সমিতি ঋনগ্রস্থ ছিল, আমি সমিতির অর্থ দিয়ে বিভিন্ন ঋন পরিশোধ করেছি। আমি এই ক্ষুদ্র সমবায় সমিতির পরিচালক, সমিতির বিধি বিধান অনুযায়ী আমার ক্ষমতাবলে আমি দাতা হইয়া আমার পিতার নিকট সমিতির ক্রয়কৃত জায়গা ও বিল্ডিং ২৫ লক্ষ টাকার বিনিময়ে বন্ধক দিয়া ঋণ পরিশোধ করিয়াছি। আমি সমিতির কোন টাকা আত্মসাৎ করি নাই।