ডালিম খান /নরসিংদীতে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, নরসিংদীর কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।টিকা গ্রহণ শেষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন পুলিশ সুপার, নরসিংদী। তিনি সবাইকে কোভিড-১৯ ভ্যাকসিন নেবার আহ্বান জানান। করোনা মোকাবিলায় নরসিংদী জেলা পুলিশের সদস্যরা শুরু থেকেই মানুষের পাশে থেকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনগণের সেবা ও সুরক্ষায় নরসিংদী জেলা পুলিশের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার, নরসিংদী।