ডালিম খান/: নরসিংদী- ৩ শিবপুর আসনের ধানের শীষ প্রতীকের প্রতিনিধি ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মনজুর এলাহি বলেন, গত সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা করা হয়েছে। শিবপুরে ৩৫০ জন বিএনপি নেতাকর্মীর নামে মামলা দেয়া হয়েছে। বিএনপিকে নির্মূলে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমি বলতে পারি আপনারা আমার সাথে থাকলে শিবপুর থেকে বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না। গত নির্বাচনে হাইকোর্ট থেকে আমাকে নির্বাচনের চার দিন আগে মনোনয়ন বাতিল করেছে। গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই কাজ করা হয়েছে। শিবপুরের বিএনপির নেতাকর্মীদের জন্য আমার মন কাঁদে। আমি চাই প্রতিদিন আপনাদের সাথে যোগাযোগ রাখতে । কিন্ত সরকারের বাধার কারণে আমি পারছি না। আপনারা ধৈর্য ধরুন সময় এরকম ইনশাআল্লাহ থাকবে না। আল্লাহ সহায় হলে শিবপুরের বিএনপি নেতাকর্মীদের দুঃসময়ে যারা পাশে ছিলেন, আমরা তাদের যথাযথ মুল্যায়ন করবো। আমার ৩ জন সম্মানিত শিক্ষক নেতা আছেন তাদের জন্য দোয়া করবেন।
১০ জানুয়ারি রবিবার বিকেলে শিবপুর কলেজ মাঠে শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়ার আশু রোগ মুক্তি ও শিবপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শহীদুল ইসলাম ভূইয়ার আত্মার মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার মোশতাক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা তাজুল ইসলাম খান ঝিনুক, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হাসান বাবুল,কূষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, মৎস্যজীবী দল, তাঁতী দল, শ্রমিক দল, ওলামা দল সহ ৯টি ইউনিয়ন , উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।