নিজস্ব প্রতিনিধি: নরসিংদী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মেজবাহ উদ্দিনের কার্যালয়ে জমা দিয়েছেন নরসিংদী বিএনপির দলীয় মেয়র প্রার্থী হারুন অর রশিদ হারুনের মনোনয়ন ফর্ম।
এ সময় প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি,খায়রুল কবীর খোকন ,সাবেক মহিলা সাংসদ ও সহ সভাপতি, রোকেয়া আহাম্মেদ লাকী, সহ সভাপতি ও সাবেক দুইবারের নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান, (সদর) আলহাজ্ব মনজুর এলাহী, শহর বিএনপির সভাপতি গোলাম কবীর কামাল ও পলাশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট বাছেদ, জেলা যুবদলের সভাপতি মহাসিন হুসাইন বিদ্যুৎ সহ দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।