নিজস্ব প্রতিনিধি /মাধবদী পৌরসভা নির্বাচনে আজ ১৪ ফেব্রুয়ারী সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠভাবে ইবিএম এর মাধ্যমে ভোট গ্রহন হয়েছে। মেয়র পদে নৌকা প্রতিক নিয়ে মোশাররফ হোসেন মানিক বিজয়ী হয়। সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে ১নং ওয়ার্ডে পরিমল চন্দ্র ঘোষ, ২নং ওয়ার্ডে রাজিব আহমেদ, ৩নং ওয়ার্ডে মনির শাহ , ৪নং ওয়ার্ডে শেখ ফরিদ, ৫নং ওয়ার্ডে হেলাল উদ্দিন, ৬নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ডে হায়দার আলী, ৮নং ওয়ার্ডে গৌতম ঘোষ, ৯নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ১০নং ওয়ার্ডে জাকির হোসেন, ১১নং ওয়ার্ডে নওশের আলী, ১২নং ওয়ার্ডে বাবুল ভূইয়া বিজয়ী হন।সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে (১,২,৩)নং ওয়ার্ডে পিয়ারা বেগম, (৪,৫,৬)নং ওয়ার্ডে ফরিদা ইয়াসমিন বিনা প্রতিদ্ধন্ধিতায় বিজয়ী হন। (৭,৮,৯)নং ওয়ার্ডে ফাতেমা বেগম, (১০,১১,১২) নং ওয়ার্ডে মায়া রানী দেবনাথ বিজয়ী হন। এক এক করে প্রতিটি কেন্দ্রের ফলাফল ঘোষনার সাথে সাথে মাধবদী শহরে বিজয় মিছিল বের হয়।