মাহবুব খান : নরসিংদীর শিবপুরে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সফল আহবায়ক,তরুণ সমাজ সেবক ও রাজনীতিবিদ,ছাত্র ও যুব সমাজের আইকন মোশাররফ হোসেন ভূঁইয়ার জন্মদিন পালিত হয়।জন্মদিনে দলীয় নেতাকর্মী,বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীদের ভালবাসায় সিক্ত হন তিনি।প্রিয়জনদের ভালোবাসা ও দোয়ায় উপভোগ্য এই দিনটি ছিলো তার কাছে অনেক দামী ও স্মরণীয়।শিবপুর সদরের একটি রেস্টুরেন্টে আয়েজিত জাঁকজমকপূর্ণ জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফেজ আহমেদ সরকার,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন,নরসিংদী জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগাঠনিক সম্পাদক রাজন খান,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আখিল মৃধা,সাবেক সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সোহাগ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল হোসেন ভূইয়া, শিবপুর প্রেসক্লাবের সদস্য মোমেন খান,আরিফ হাসান,ডালিম খান,শেখ মানিক ও মাহবুব খানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।শুভেচ্ছা বিনিময় শেষে সকলের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটেন মোশারফ হোসেন ভূঁইয়া।