নিজস্ব প্রতিনিধি/”মাদক মুক্ত সমাজ চাই সুস্থ ভাবে বাঁচতে চাই ” এই স্লোগানকে সামনে রেখে আজ ৪ ডিসেম্বর শুক্রবার বিকেল ৫ টায় নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা নামাপাড়া অনুষ্ঠিত হয়েছিল মাদক বিরোধী আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নাসির উদ্দীন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে মাদক নির্মুলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাংলাভিশন নরসিংদী জেলা প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিক মাজহারুল পারভেজ মন্টি।
চলনা যুব উন্নয়ন সংঘের আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চরসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন,নরসিংদী মডেল কলেজের শিক্ষক অধ্যাপক মোহসীন সিকদার।
চলনা যুব উন্নয়ন সংঘের সভাপতি মাসুম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চরসিন্দুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জীবন সিকদার ও আলাউদ্দীন প্রমুখ।