নিজস্ব প্রতিনিধি /নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। (১১ জানুয়ারি) বিকেলে করতেতৈলে গ্রামের দক্ষিণ পাড়া মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন। করতেতৈল বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মমিন উদ্দিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর কাউন্সিলর কামরুল ইসলাম, শারমিন আক্তার, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক, সমাজ সেবক সরোয়ার হোসেন, রাইসুল ইসলাম আসাদ ও ব্যবসায়ী গৌরাঙ্গ দাস প্রমুখ।