নিজস্ব প্রতিনিধি /নরসিংদীতে বৃহস্পতিবার ১৪ জানুয়ারি ২০২১ নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এঁর সদয় নির্দেশনা মোতাবেক নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার ঢাকা-সিলেট হাইওয়েতে শ্রীফুলীয় নামক স্থানে বিভিন্ন পাবলিক বাসে মো: শাহরুক খান, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশ, নরসিংদী এর সদস্যগণ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী ।
জনস্বার্থে জেলা প্রশাসন নরসিংদীর মাদকবিরোধী টাস্কফোর্সসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।