ডালিম খান ; নরসিংদী-২ আসনের সংসদ সদস্য (এমপি) ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ করোনাভাইরাস প্রতিরোধ টিকা গ্রহণ করেছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি এ টিকা নেন।এছাড়াও পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র মোঃ শরীফুল হক নরসিংদী জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মাহফুজুল হক টিপু ও পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম শফিও টিকা নেন। টিকা নেয়ার পর সাংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেন, ‘গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে টিকা গ্রহণের আহবান জানাই।’ তিনি আরো বলেন, ‘টিকা নিতে পেরে স্বস্তিবোধ করছি।’এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দসহ পলাশ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন