গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত নিয়ন্ত্রিত স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শিবপুর অফিসের বিভিন্ন পদে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক পুরুষ ও মহিলা লোক নিয়োগ করা হবে।পদের নাম ফিল্ড অফিসার শিক্ষাগত যোগ্যতা অষ্টম /এসএসসি/ও সমমান। ইউনিট ম্যানেজার এইচএসসি/ সমমান। ব্রাঞ্চ ম্যানেজার এসএইচসি/ স্নাতক। জেলারেল ম্যানেজার স্নাতক /মাস্টার্স
বেতন আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীরা পুরুষ মহিলাকে আগামী ৩১-১-২০২১ ইং তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজ পত্রাদি ও জীবন বৃত্তান্তসহ স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শিবপুর শাখায় যোগাযোগ করার জন্য আহ্বান করা হলো। অফিস শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন দ্বিতীয় তলা। প্রয়োজনে 01712425026/01718058699/01716618256/অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।প্রধান কার্যালয় স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড স্বদেশ টাওয়ার ৪১/৬ পুরানা পল্টন ঢাকা ১০০০