বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ১৪ ম্যাচ ধরে সেঞ্চুরি দেখা যায়নি কারও ব্যাটে। সেই খরা কাটলো মঙ্গলবার। তাও এবার একই ম্যাচে দুটি সেঞ্চুরি হয়েছে। নাজমুল হোসেন শান্তর শতকের পাল্টা জবাব ম্যাচজয়ী সেঞ্চুরিতে দিয়েছেন পারভেজ হোসেন ইমন।
মিনিস্টার গ্রুপ রাজশাহীর ৭ উইকেটে ২২০ রানও ছেলেখেলা করে তাড়া করেছে ফরচুন বরিশাল। ১১ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে তারা।