ডালিম খান /শিবপরে ২১ ডিসেম্বর “নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধিকরণ” কার্যক্রম জেলা পর্যায়ে নারী বান্ধব আইন ও নীতি এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অভিবাসী হওয়ার পূর্বে নারী শ্রমিকদের ভাষা জানা, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ উপায়ে ঋণ গ্রহণ, মানুষিকতার পরিবর্তন, প্রশিক্ষণ গ্রহণ, ভীসা, কন্ট্রাক ফরম, পাসপোর্ট যাচাই, ব্যাংকে একাধিক একাউন্ট করণসহ ভিবিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, বাংলাদেশি অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন বমসার চেয়ারম্যান লিলি জাহান, সাধারণ সম্পাদক শেখ রোমানা, প্রকল্প সমন্বয়কারী এড. আয়েশা আলী, নরসিংদী কারিগরি প্রশিক্ষণ সেন্টারের অধ্যক্ষ মো: মাহতাব উদ্দিন প্রমুখ।