নিজস্ব প্রতিনিধি / নরসিংদী পলাশ নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপের শশুর ও ঘোড়াশাল পৌরসভার মেয়র আলহাজ্ব শরীফুল হকের পিতা সাবেক জেলা সাব রেজিস্ট্রার মোঃ আজিজুল হক (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ বুধবার সন্ধা ৬টায় ঘোড়াশাল পৌর ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হবে।