মাহাবুব খান: নরসিংদী জেলার শিবপুর উপজেলার আসন্ন সাধারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা পদপ্রার্থীর চেয়ারম্যান হিসেবে জাহিদুল হক দিপুকে দেখতে চায় এলাকার জনগণ।
উপজেলার অন্যান্য ইউনিয়নের মতো সাধারচর ইউনিয়নেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা,চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লার সব জায়গায় নির্বাচনী আমেজ দেখা যায়।দলমত নির্বিশেষে ইউনিয়নের সাধারণ ভোটারদের মুখে সমাজ সেবক জাহিদুল হক দিপুর নাম উল্লেখযোগ্য ভাবে শোনা যাচ্ছে।
সাধারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও গরীব,দুঃখী,অসহায় ও মেহনতি মানুষের পরম বন্ধু জাহিদুল হক দিপুর জনপ্রিয়তা আকাশচুম্বী।
অবহেলিত সাধারচর ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন,কর্মসংস্থান বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এলাকার বসবাসরত লোকজন বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী,সৎ ও যোগ্য আওয়ামীলীগ নেতা জাহিদুল হক দিপুকে দল থেকে মনোনয়ন প্রদাণে মাননীয় প্রধানমন্ত্রী, উপজেলা ও জেলা আওয়ামীলীগের নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।
সাধারচর ইউনিয়নের সুশিল সমাজের দাবী সৎ,যোগ্য ও নির্লোভ ব্যাক্তিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে এলাকার দুর্নীতিমুক্ত,উন্নয়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে।
জাহিদুল হক দিপু সাধারচর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দলের জন্য নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
পাশাপাশি এই সদা হাস্যোজ্জ্বল মানুষটি মানবতার হাতকে সুপ্রসারিত রেখেছেন এলাকার গরীব,অসহায় ও প্রতিবন্ধী মানুষের জন্য।করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তিনি ঘরে ঘরে মাস্ক,হ্যান্ড সেনিটাইজার ও সাবান বিতরণ করেন।পরবর্তীতে জাহিদুল হক দিপু ও তার ভাই আলহাজ্ব মাহফুজুল হক টিপুর নিজস্ব অর্থায়নে ৬ হাজার কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও ১ হাজার প্রতিবন্ধীকে নগদ অর্থ প্রদাণ করে নরসিংদী জেলার সর্বমহলে প্রশংসিত হয়েছেন।
জাহিদুল হক দিপু বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয় তবে বিজয়ী হয়ে এলাকার জনগণের সেবার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি, বয়স্ক ভাতা প্রদাণ,রাস্তাঘাটের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়তে নিরলস কাজ করে যাবো।