নিজস্ব প্রতিনিধি :- নরসিংদী জেলার যুব সংগঠনকে আত্মনির্ভরশীল কাজে অংশগ্রহণের আগ্রহ তৈরীর করার লক্ষ্যে যুব মন্ত্রণালয়ের উদ্যোগে যুব কল্যাণ তহবিলের অংশ হিসেবে যুব সংগঠনকে অনুদান দিয়ে থাকেন। এরই অংশ হিসেবে নরসিংদী জেলার ১০টি যুব সংগঠনকে এই অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৪ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। জেলার দুটি সংগঠনকে ৫০ হাজার এবং ৮টি সংগঠনকে ৪০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, সিনিয়র সহকারী কমিশনার রিনাত ফৌজিয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: আমীর আলীসহ যুব সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধি গণ।