ডালিম খান
রাত পোহালেই চতুর্থ ধাপে আগামীকাল ১৪ ফেব্রয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী ও মাধবদী পৌরসভায় নির্বাচনী লড়াই। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নির্বাচনে ভোটগ্রহণের ইভিএম ও নির্বাচনী সরঞ্জাম কেন্দে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। শনিবার (১৩ ফেব্রয়ারি) দুপুর দুইটা থেকে দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব নির্বাচনী সরঞ্জাম ও ইভিএম পাঠানো শুর হয়। প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দুই পৌরসভার মোট ৫৫টি কেন্দ্রে এসব সরঞ্জাম ও ইভিএম নিয়ে যাচ্ছেন। নরসিংদী পৌরসভার প্রতিটি কেন্দ্রে আজ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুর হলেও ব্যালট পৌঁছানো হবে ভোটের দিন সকালে। অপরদিকে মাধবদী পৌরসভায় এই প্রথম ইভিএম এ ভোটগ্রহণ হবে। সেই লক্ষ্যে ইভিএম পাঠানো হচ্ছে।
এবার নরসিংদী পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন চার মেয়র প্রার্থীসহ ৪৩ জন কাউন্সিলর এবং ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী। এখানে মোট ভোটার ৯৯ হাজার ৪৫৪ জন। এরমধ্যে পুরষ ৪৯ হাজার ১৫৭ জন ও নারী ৫০ হাজার ২৯৭ জন।
নরসিংদী পৌরসভার মোট ৪০টি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৮ জন নির্বাহী ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ১২টি গাড়িতে টহলে থাকবে ৭২ জন র্যাব সদস্য। টহলে থাকবে ১৫০ জন বিজিবি সদস্যও। এছাড়া প্রতি কেন্দ্রে থাকবে পুলিশের ৭ জন সদস্য ও ৯ জন আনসার সদস্য। প্রতি দুটি কেন্দ্রে কাজ করবে পুলিশের একটি মোবাইল টিম। প্রতি ৪ থেকে ৫টি কেন্দ্র নিয়ে দায়িত্বে থাকবে পুলিশের উচ্চক্ষমতাসম্পন্ন একটি স্ট্রাইকিং ফোর্স।দিকে মাধবদী পৌরসভায় এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন মেয়র প্রার্থী, ৩৪ জন কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী। এখানে মোট ভোটার ৩২ হাজার ৪ শত ৮৩ জন। এরমধ্যে পুরষ ১৭ হাজার ১৬৫ জন ও নারী ১৫ হাজার ৩১৮ জন। এবারই প্রথম ইভিএম এ ভোট দেবেন এই পৌরসভার ভোটাররা। মোট ১৫টি কেন্দ্রের ১০২টি ভোট কক্ষে ইভিএম এ ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।